একটি স্মার্টফোন বাজারে আনল সিম্ফনি। এক্সপ্লোরার জেড ৪ নামের এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট সংস্করণ ব্যবহূত হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে সিম্ফনি জানিয়েছে, আকর্ষণীয় নকশার এই প্রিমিয়াম স্মার্টফোনটি যথেষ্ট হালকা-পাতলা। এটি মাত্র ৭.২৫ মিলিমিটার পুরুত্বের। ৫.৫ ইঞ্চি আইপিএস ফুল এইচডি ডিসপ্লে রয়েছে এ হ্যান্ডসেটটিতে। ফুল এইচডি ডিসপ্লে সুবিধা থাকার কারণে ব্যবহারকারীরা হাই রেজুলেশনের ভিডিও এবং গেমস খেলতে পারবেন। ঝকঝকে ছবি এবং অসাধারণ গেমিং অভিজ্ঞতা পেতে এ হ্যান্ডসেটটিতে ব্যবহার
করা হয়েছে মালি ৪৫০ জিপিইউ।
সিম্ফনির এক্সপ্লোরার জেড ৪ স্মার্টফোনটিকে শক্তিশালী এবং সহজ মাল্টি-টাস্কিং সুবিধাসম্পন্ন করার জন্য রয়েছে ১.৭ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর। স্মার্টফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। শক্তিশালী ২৮০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি এ হ্যান্ডসেটটিকে দীর্ঘক্ষণ কার্যক্ষম রাখতে সহায়তা করবে। দুই জিবি র্যাম এবং ১৬ জিবি রম, লাইট অ্যান্ড প্রক্সিমিটি সেন্সর, জি সেন্সর, ম্যাগনেটিক সেন্সর সহ আরও বেশ কিছু সেন্সর রয়েছে এতে। এ ছাড়াও থ্রিজি, ওয়াই-ফাই, ওয়্যারলেস ডিসপ্লের মতো আকর্ষণীয় ফিচার রয়েছে।
স্মার্টফোনটি ডুয়াল মাইক্রোসিম সমর্থন করে। সিম্ফনি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন স্মার্টফোনটি ২২ হাজার ৯৯০ টাকায় বিক্রি করছে তারা।
Thanks Everyone For Watching This Post Allah Hafez For This Time Hope Meet With All Very Soon With A new Post
এক বিজ্ঞপ্তিতে সিম্ফনি জানিয়েছে, আকর্ষণীয় নকশার এই প্রিমিয়াম স্মার্টফোনটি যথেষ্ট হালকা-পাতলা। এটি মাত্র ৭.২৫ মিলিমিটার পুরুত্বের। ৫.৫ ইঞ্চি আইপিএস ফুল এইচডি ডিসপ্লে রয়েছে এ হ্যান্ডসেটটিতে। ফুল এইচডি ডিসপ্লে সুবিধা থাকার কারণে ব্যবহারকারীরা হাই রেজুলেশনের ভিডিও এবং গেমস খেলতে পারবেন। ঝকঝকে ছবি এবং অসাধারণ গেমিং অভিজ্ঞতা পেতে এ হ্যান্ডসেটটিতে ব্যবহার
করা হয়েছে মালি ৪৫০ জিপিইউ।
সিম্ফনির এক্সপ্লোরার জেড ৪ স্মার্টফোনটিকে শক্তিশালী এবং সহজ মাল্টি-টাস্কিং সুবিধাসম্পন্ন করার জন্য রয়েছে ১.৭ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর। স্মার্টফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। শক্তিশালী ২৮০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি এ হ্যান্ডসেটটিকে দীর্ঘক্ষণ কার্যক্ষম রাখতে সহায়তা করবে। দুই জিবি র্যাম এবং ১৬ জিবি রম, লাইট অ্যান্ড প্রক্সিমিটি সেন্সর, জি সেন্সর, ম্যাগনেটিক সেন্সর সহ আরও বেশ কিছু সেন্সর রয়েছে এতে। এ ছাড়াও থ্রিজি, ওয়াই-ফাই, ওয়্যারলেস ডিসপ্লের মতো আকর্ষণীয় ফিচার রয়েছে।
স্মার্টফোনটি ডুয়াল মাইক্রোসিম সমর্থন করে। সিম্ফনি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন স্মার্টফোনটি ২২ হাজার ৯৯০ টাকায় বিক্রি করছে তারা।
Symphony Xplorer ZIV Full Specifications
2G Network | GSM 900 / 1800 / 1900 |
3.5mm jack | Yes |
3G Network | Yes |
Alert types | Vibration; MP3 ringtones |
Battery Performance | Stand-by: 500 hours Talk time 4 hours |
Battery Type | Li-Ion 2800 mAh battery |
Bluetooth | Yes |
Camera Features | Flash light, Continuous shot, Zoom up to 4X, motion track mode, live photo mode, auto focus, Face beauty, Panorama, Multi angle view mode |
Camera Resolution | 13 Megapixel |
Colors Available | White |
Dimensions | 148 x 76 x 7.25 mm |
Display Resolution | FHD, 1920 x 1280 pixels |
Display Size | 5.5 inches |
Display Type | IPS |
EDGE | Yes |
Front Camera | 5 Megapixel |
GPRS | Yes |
Graphics processing unit (GPU) | Mali 450 |
GPS Function | Yes with A-GPS |
Internal Memory | 16 GB ROM |
Loudspeaker | Yes |
Memory Card Slot | MicroSD, up to 32 GB |
Messaging | SMS (threaded view), MMS, Email |
Multitouch | Yes |
Operating System | Android OS, v4.4.2 (KitKat) |
Other Features | - Smart gesture - Predictive Text input - Wireless display Built in Applications: Facebook, Play store, Opera mini, Asphalt 7 |
Processor | Octa-core, 1.7 GHz |
Radio | FM radio with recording |
RAM | 2 GB |
Release Date | July 2014 |
Sensors | G-sensor, Light, Accelerometer, Magnetic, Gyro, Direction, Proximity, Linear acceleration |
SIM Card Type | Dual SIM (Micro SIM) |
USB | MicroUSB v2.0, USB On-the-go (OTG) |
Video | Yes |
Weight | No official data |
Wireless LAN | Wi-Fi 802.11, Wi-Fi Hotspot |
কোন মন্তব্য নেই:
Write মন্তব্য(গুলি)