Latest News

Leatest News:

শনিবার, ৩ জুন, ২০১৭

Download full playlist from youtube using IDM (Easily)

Download youtube playlist using IDM


ইউটিউব প্লেলিস্টের সব ভিডিও ডাউনলোড করুন একসাথে IDM দিয়ে। আপনি ভুল শোনেননি এবার Download করুন Full playlist from youtube using IDM. You can download all videos from youtube playlist using IDM.

ভুল কিছু শোনেননি, সত্যি এবার একসাথে হবে প্লেলিস্টের সব ভিডিও ডাউনলোড। তাহলে কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। আমরা সাধারনত ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে ইন্টারনেট ডাউনলোড ম্যানাজার বা IDM ব্যাবহার করে থাকি। আর আজকের এই কাজটি ও আমারা IDM  এর সাহায্য নিয়ে করবো।  নিচে প্রতিটি ধাপ পর্যায়ক্রমে দেখানো হলো

১. প্রথমে ইউটিউবে প্রবেশ করে আপনার সাবস্ক্রাইব করা চ্যানেল অথবা যে কোন চ্যানেলে প্রবেশ করুন। চ্যানেলে প্রবেশ করার পর প্লেলিস্ট ট্যাবে ক্লিক করুন। এরপর আপনি ওই চ্যানেল এর সব প্লেলিস্ট দেখতে পারবেন। আপনি যে প্লেলিস্ট এর ভিডিও গুলি ডাউনলোড করতে চান সেই প্লেলিস্টে ক্লিক করুন।



 

২. প্লেলিস্ট ট্যাবে ক্লিক করার পর নতুন যে উইন্ডো পাবেন তাতে ওই প্লেলিস্টের সব ভিডিও লিস্ট আকারে দেখতে পাবেন এবং প্রথম ভিডিও টি অলরেডি প্লে হয়ে যাবে। এখন আপনাকে উপরের ডানপাশের দিক থেকে প্লেলিস্টের নামে উপর ক্লিক করে নতুন উইন্ডো তে যেতে হবে।
৩. নতুন পেজ আসলে ওই পেজের উপরের এড্রেসবার থেকে লিংকটি কপি করতে হবে। লিংকটি কপি করা হলে নিচের লিংকে প্রবেশ করুন।  Click Here


৪. নতুন সাইটে আসলে প্লেলিস্ট ট্যাবে ক্লিক করুন। আপনার কপি করা লিংকটি নিচের চিত্রে দেখানো জায়গায় পেষ্ট করুন। 


৫. এবার আপনি যে কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে চান চিত্রে প্রদর্শিত স্থানে ক্লিক করে ভিডিও কোয়ালিটি নির্বাচন করুন। এখন নিচে একটা বড় লিংক দেখতে পারবেন সেটি আপনার কি বোর্ডের Ctrl+A চেপে কপি করুন।

৬. এবার IDM ওপেন করে উপরের বাম পাশের Task মেনুতে ক্লিক করুন। Task মেনু থেকে Add batch download from clipboard এ ক্লিক করলে প্লেলিস্টের সব ভিডিওর লিস্ট আসবে । cheek all Option থেকে cheek All এ ক্লিক করে Save to Option থেকে যেখানে সেভ করবেন জায়গা দেখিয়ে দিন ।


৭. এবার সব ভিডিও সিলেক্ট করে Resume করুন। দেখবেন সব ভিডিও ডাউনলোড শুরু হবে।

ব্যাস আপনার কাজ শেষ। এবার IDM টি ওপেন করুন দেখবেন ডাউনলোড হচ্ছে,  নিশ্চিন্তে ডাউনলোড করে যান। কিছু না বুঝলে কমেন্ট করে জানবেন। আমাকে ফেসবুকে পাবেন।

আজ এখানেই শেষ করছি। এরকম আরো নতুন নতুন টিপস পেতে এইখানে চোখ রাখুন। আবার দেখা হবে নতুন কোন টিপস নিয়ে। ততোদিন ভালো থাকবেন। আল্লহ হাফেজ।

কোন মন্তব্য নেই:
Write মন্তব্য(গুলি)

পোষ্ট সমূহ

About